ভোট এসেছে জেনে ঈশ্বর নেই বসে
স্বর্গ থেকে নাকি নেমে এসেছে
ছদ্মবেশে দেশসেবক সেজে
শুধু কি তাই? সূর্যোদয় থেকে কোমর কষে
লেগেও পড়েছে দেশের সেবা কাজে।
এই খবরটা আর গোপন রইলো না
চারিদিকে জানাজানি হতেও সময় লাগলো না।
ভক্তবৃন্দের কানে এই খবর পৌঁছলে,
বান এলে যেমন নদী নালা ভাসে জলে
আর সেটি একটু প্রবল হলে
যেমন কোনও বাঁধন মানে না
বাঁধ ভেঙ্গে জল ঢুকে পড়ে লোকালয়ে
তাদের মনেও দেখা দিয়েছে তেমনি আনন্দের বন্যা।
ভক্তবৃন্দরা দূরদুরান্ত থেকে এসে জমিয়েছে ভিড়
ভোটের বোধন থেকে দেখা দিয়েছে জনপ্লাবন
দেবতার দর্শন পেতে অস্থির
আরাধ্যধন স্বচক্ষে দেখে চোখ জুড়িয়ে নিতেও
অনেকে এসেছে চারিদিকে থেকে
গণ্ডি ছড়িয়েছে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর
অধীর আগ্রহে সারিতে দাঁড়িয়েছে তারা
ঈশ্বরের পদধূলি নিতে
মনের ক্ষতে যদি বিশল্যকরণীর প্রলেপ জোটে।
ঈশ্বর, তাদের উদ্দেশ্যে পুষ্পপল্লব ছুঁড়ে দিলেন
অনেক প্রতিশ্রুতিও শোনালেন।
যে কথা বলা হলো না
দেবতা দর্শন করতে এসে
দেবতার উদ্দেশ্যে প্রণামী দেওয়া তো হলো না।
সামনেই প্রণামির বাক্স দেখেও
প্রনামি না দিলে চলে?
ভয়, যদি প্রতিশ্রুতিগুলি সবই যায় বিফলে।
এদিকে তাদের শোচনীয় অবস্থা
বাজারে সমস্ত দ্রব্যের মূল্য বাড়ছে চড়চড়
সংসার সামলাতে তাদের খসছে বুকের পাঁজর
রোজ খুঁজে বেড়াতে হচ্ছে বাঁচার রাস্তা।
সে যাই হোক, তাদের পেটে নাই বা জুটুক
রোজ দু'মুঠো খাবার দু'বেলা
এখন প্রনামি দিতে করবে কী আর?
এবার ঘট উপুড় করার পালা।