কাজে সম্মত হলে ঘাড় নেড়ে সায় দিতে পারো
অসম্মত? সেও ঘাড় নেড়েই জানাতে বাধা নাই।
অবাধ স্বাধীনতা পেয়ে যেভাবে খুশি লুফে ধরো
কাজে সম্মত হলে ঘাড় নেড়ে সায় দিতে পারো।
পরে কী দাঁড়াবে দেখতে হলে একটু সবুর করো
কোনদিকে হেলে পড়বে আগে ভেবে রাখা চাই।
কাজে সম্মত হলে ঘাড় নেড়ে সায় দিতে পারো
অসম্মত হলে ঘাড় নেড়ে জানাতে ও বাধা নাই।