মোহনায় এ নদী বেহাল   বক্ষে জমেছে জঞ্জাল
           সেখানে কাক ও চিলের বাস
দুর্গন্ধ ছড়াচ্ছে বারোমাস  ডেকে আনছে সর্বনাশ
            দু’কূলে নেই বাঁচার আশ্বাস।

প্রকৃতি কত করবে ক্ষমা?  ছাড়ালো তার সহ্যসীমা!
           ধারণ করেছে রূপ চণ্ডালিনী
যুদ্ধের জন্যও সে তৎপর  কী করবে বলা দুষ্কর!
            এখনি তার রণহুংকার শুনি।

জোয়ারের সাথে ঝড়   জঞ্জাল সরাতেই তৎপর
              মেঘমল্লারা দিয়েছে খবর।
দেখি কেঁপে উঠছে ভূধর  রাখিস কি সে' খবর?
              সে খবর রাখলে হতো জ্বর।

সাগরও হয়েছে উত্তাল  পরিস্থিতি খুবই বেহাল
          ধেয়ে আসছে জোয়ারের ঢেউ,
ওদের কে রাখবে ধরে?  দিতে হবেই পথ ছেড়ে
             রুখতে পারবে আছে কেউ?      

থামাতে সাগরের ঢেউ   দুঃসাহস দেখায় কেউ?
            সেকাজ করিস কোন সাহসে?
উত্তাল সাগরে দিতে বাঁধ   জেগেছে কি খুব সাধ?
          বানভাসি হওয়ার ইচ্ছা হয়েছে?

ধপাস ধপাস শব্দ শুনি  পাড় ভাঙবে কদ্দূর, কি জানি!
             বেশি কিছুই হয়নি এখনো
গ্রহতারা রয়েছে সাক্ষী  ঘটতে পারে আরো কত কি!
             সেই ভাবনা জাগেনি এখনো?