তুমি কি ভুলেছ পথ? হয়েছে বিস্মরণ?
পথ ভুলে তুমি কোথায় চলে গেছো এখন?
ডেকে ডেকে সকলে হয়েছি হয়রান
সবই হয়েছে নিষ্ফল, করেছি যেন অরণ্যরোদন।
চারিদিকে হাহাকার, জল চাই জল, প্রাণ ওষ্ঠাগত
তোমার সন্ধানে খুঁজে বেরিয়েছি চাতক পাখির মতো।
তবুও কোথাও পাইনি তোমার দেখা
তুমি কি উড়ে গেছো বহুদূরে, বলাকার মতো?
অভিমানী, হয়তো সকলে করেছি বহু অপরাধ
প্রকৃতি নিধনে ভেঙেছে তোমার সহিষ্ণুতার বাঁধ
তুমি ক্ষমা করো নিজে গুনে
ভেবে দেখো, তোমার বহু সন্তান তো নিরপরাধ।
অভিমানী, বলো ফিরবে কবে আপনার নীড়ে?
তোমার ঘরের দুয়ারে তৃষ্ণার্ত সকলে কড়া নাড়ে,
ওই শোনো, তারা তোমাকে বলছে ডেকে
তৃষ্ণা মেটানোর এক ফোঁটা জলও নেই ঘরে।
মেঘবালিকা, থেকো না আর দূরে সরে
শস্যক্ষেত্রের ডাকে সাড়া দিয়েও আসবে না ফিরে?
তারাও এখন ছটফট করছে তোমার অভাবে
ফিরবে কবে? অভিমান ভুলে এখনি এসো ফিরে।