বললেন বৃদ্ধ, ও মশাই, খেলছেন? বেশতো খেলুন
গোল করতে না পেরে হতে পারেন রেগে আগুন
বল ছেড়ে এসে আর কতবার করবেন ফাউল?
খেলা বহুদূর গড়ালো এবার ফাউল করা ছাড়ুন।

ভাবছেন, এরপর কী কাণ্ড হতে পারে?
এতো ফাউল করলে কেউ খেলা ধরে রাখতে পারে?
দেখবেন দর্শকেরাও তখন গ্যালারি ছেড়ে এসে করে কী
আপনাকে ছিঃ ছিঃ তিরস্কার করে ফিরতে পারে ঘরে।