কে জানে, এ পথ কোথায় কতদূর‌ গেছে!
যৌবনের লক্ষণ নেই, বার্ধক্যে এসে ঠেকেছে
মোরামের কিছু চিহ্ন দেখা যাচ্ছে ফুটপাতে
পথে যেটুকু মোরাম ছিল সবই উবে গেছে।

এবড়োখেবড়ো পথ, আঁধার ঘনিয়ে এসেছে,
পথচারীরা যাচ্ছে বৈকি, থামার উপায় আছে?
হোঁচট খেতে হচ্ছে বারংবার
তবু সময়ের হাত ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে।

দূর থেকে কানে ভেসে এলো উঃ আহ্ চিৎকার।
সামনে গিয়ে দেখি জনৈক ব্যক্তি মাটিতে শুয়ে
অনর্গল রক্ত ঝরছে তার মুখ দিয়ে
হোঁচট খেয়ে উঠে দাঁড়াতেও পারছে না আর।

বারংবার চেষ্টা করে কোনক্রমে উঠে বসলো
গাল বেয়ে ঝরে পড়া রক্ত তার রুমালে মুছে
বিড়বিড় করে কাকে ধিক্কার জানালো, কে জানে?
ভেবেছি এসব করে কি হবে? বিপদ ঠেকানো গেল?