মহাভারতের যুদ্ধ কত কী অবগত করে
অনেকে বলে কুরুক্ষেত্র এই দেহেই ধরে
সেথায় রিপুর সাথে যুদ্ধ আমরণ
তাকে এড়াতে পেরেছে কে, কখন?
চক্রব্যূহ থেকে কেহ সশরীরে আসে না ফিরে।
চক্রব্যূহে ঢুকে পড়লে বেরিয়ে আসা কষ্টকর
অভিমন্যু জীবন দিয়ে জানিয়েছে সেই খবর
মাতৃ জঠরে সকলে জেনে গেছে
কুরুক্ষেত্র তার জন্য তৈরি আছে
চক্রব্যূহে রিপুর সাথে লড়তে হবে জীবনভর।
সেই যুদ্ধক্ষেত্র যথার্থ এক সুবিশাল কৃষ্ণগহ্বর
তার বাইরে আসে না অন্দরের সকল খবর।
জানা দুষ্কর কৃষ্ণগহ্বরের ভেতরের আবহ
দেহমনের যুদ্ধের সব খবর জানে কেহ?
আজও রহস্যের মোড়কে রয়েছে কত খবর।
প্রভাবশালী নয় তো বলিয়ান যে যতই হোক
এই যুদ্ধ থেকে অব্যাহতির চেষ্টা করে দেখুক
হলেও সে বিশেষ কারো চেনা জানা
তাকে বরণ করতে হবে মরণ যন্ত্রণা
এই যুদ্ধ থেকে ছাড় পাবে একি মগের মুল্লুক?
জন্মের পর থেকে ক্রমাগত লড়াই আর লড়াই
এই যুদ্ধক্ষেত্রে রণক্লান্ত হলেও কারো ছাড় নাই
মৃত্যুতে যদিও অব্যাহতি জোটে
কে জানে, তারপর কী যে ঘটে
জন্মান্তর অবশ্যম্ভাবী কিনা কারো জানা নাই।