এইতো সেদিন ঘটলো এক অবাক কান্ড।
হতদরিদ্র একটি ছেলেকে বিধ্বস্ত অবস্থায়
ঘোরাফেরা করতে দেখে বললো বৃদ্ধ,
'দেখছি তুমি একেবারে বিধ্বস্ত! হও সংযত,
খুলে বলো, তোমার হয়েছে কী? কোরো না
মোটেও ইতস্তত।'
ছেলেটির নীরবতা বুঝিয়ে দিল এর সত্যতা,
তাকে ঘিরে ধরেছে চরম দারিদ্রতা।
বললো বৃদ্ধ, 'ভাবছো, সে এক বড় অভিশাপ',
যেন এক বিষধর সাপ, জুটবে না মুক্তি লাভ।
এর থেকে নিস্তার? অবিশ্বাস্য ব্যাপার।'
বললো বৃদ্ধ, এসব ভাবছো কেন? হয়তো পারবে।
হয়তো কেন? অবশ্যই পারবে।
'দারিদ্রতা' যখন চারপাশ থেকে ঘিরে ধরে
ক্রমাগত বিষ ঢালতে উদ্যত,
তোমাকে বিপাকে ফেলতে চাইছে নিয়ত,
এর থেকে মুক্তি? পেতেই হবে বাঁচার তাগিদে
হতেই হবে কঠোর জীবন সংগ্রামের মুখোমুখি
সেটাই হবে তোমার জীবনে সাফল্যের চাবিকাঠি।
ভাবছো কী? কিছু ব্যতিক্রমী ঘটনা ছাড়া
ক'জনের জীবনে সাফল্য জুটেছে দারিদ্রতা ও কষ্ট
ছাড়া?
আর বসে থেকে ইতস্তত কোরো না
কঠোর জীবন সংগ্রাম শুরু করবে কিনা,
এখনি নেমে পড়ো, সাফল্য থাকবে না অধরা।