কেউ যেন ওদের করেছে আমন্ত্রণ
কুক্ষণে শুরু হয়েছে যজ্ঞের বোধন
জ্বালিয়ে দিয়ে এই সমগ্র বিশ্বভূবন
তারা উল্লাসে নৃত্যও করেছে তখন।

কী ভয়ঙ্কর নেশায় ছিল মাতোয়ারা
বিপদ ঘন্টি বাজলেও দেয়নি সারা।
ধ্বংসযজ্ঞে ঘৃতাহূতি দিয়েছে যখন
ভাবেনি এর কতটা ছিল প্রয়োজন।

বিশ্বভবনে হারাচ্ছে প্রাণের স্পন্দন
এই ঘটনা ঘটবে ভেবেছে কে কখন?
ভাবিনি এ দৃশ্য কখনো দেখতে হবে
শিউরে উঠছে বুক, বাঁচবো কিভাবে।

তবুও যজ্ঞ থামার লক্ষণ নেই এখন
দুঃখ প্রকাশ করা যেন অরন্যরোদন
বোধের মূলে বাঁধছে ব্যাপক সংঘাত
ভাবছি একাকী এই কি ছিল বরাত?