গলায় কাঁটা বিঁধলে যা হয়
কথা বলতে কতটা কষ্ট সে বলার নয়।
সারা দিনরাত যন্ত্রণায় কুপোকাত
অস্ফুটে বলতে ইচ্ছে হয়, ‘এই কি ছিল বরাত?’
দিনেরাতে ঘুম আসে না।
বিপত্তি ঘটারও আছে বৈকি সম্ভাবনা।
গলায় বিঁধেছে যখন কাঁটা
বলতেই হয় সোজাসাপটা কথা
এ কাঁটা শরীরে বিঁধে থাকা ঠিক নয়
যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলতে হয়।
তাহলে উপায়?
আরেকটা কাঁটা জোগাড় না করলেই নয়,
কেননা কাঁটা দিয়েই কাঁটা তুলতে হয়।
যদিও সেটা জোটাতে তন্নতন্ন করে খুঁজতে হলো
শেষ অবধি অবশ্য জোগাড় করা গেলো।
এবার কাঁটা দিয়ে কাঁটা তোলার পালা
বলি, সহ্য করতে হবে যখন করবে একটু জ্বালা।