ও কাঠুরে, বেশ তো বুদ্ধি তে দিয়েছিস শান
মুনাফা লুটতে মনে মনে ফাঁদ ও পেতেছিস
দেশের উন্নয়নের দোহাই দিয়ে কী করেছিস?
সবাইকে বলে বেরালি সকলেই গাছ লাগান।
ও কাঠুরে, মনের সুখে কাটলি তো বহু গাছ
মুনাফা লোভী, বিষ দিয়ে কি গাছ মেরেছিস?
গাছ মরেছে এই বাহানায় ওদের কেটেছিস
বিনিময়ে ক’টি রোপণ করেছিস বলবি আজ?
কাঠুরে, বেশ তো উন্নয়নের ডুগডুগি বাজালি
সাথে জ্যান্ত বৃক্ষাদি কি কম ছেদন করেছিস?
এই কাজ করে মুনাফা বেশ বাগিয়ে নিয়েছিস।
জনগণকে মরণ ফাঁদে ফেলে তুই কী দেখালি?
দেশ তাপপ্রবাহে দাউ দাউ করে জ্বলছে নাকি?
এই সময় করবি কী? ধিতাং-ধিতাং করে নাচ
দেশের জনগণ মরছে যখন এই তোদের কাজ
বল জনগণকে, এই বিশ্বের উষ্ণায়নে করবি কী?