যান্ত্রিক যুগে এসে বেড়েছে জীবনের গতি
আর্থিক অসচ্ছলতা ও করছে ব্যাপক ক্ষতি
যন্ত্র দানবের সাথে অনেকে লড়াইতে ব্যস্ত
জীবনকে কুঁড়ে কুড়ে খেয়ে করছে বিধ্বস্ত
বাস্তব জীবনে অবসর সময় যেটুকু জোটে
সারাদিনের ক্লান্তি ঘোচাতে চায় কোনমতে।
শুয়ে বসে সময় কাটাতে চায় মুঠো ফোনে
সেটাকেই আশ্রয় করতেও চায় বিনোদনে।
বাদবাকি সব হারিয়ে ফেলে যথাযথ গুরুত্ব
সবাই খুঁজে পেতে চায় বাঁচার ন্যূনতম শর্ত।

মুঠো ফোনে গড়ছে প্রেম ভালোবাসা যখন
তার দৃঢ়তা, স্থায়িত্ব কাল যেন আরাধ্য ধন।
তবু মানুষ নামছে এই প্রতিযোগিতা দৌড়ে
ব্যস্ত অনেকে, কে কাকে টপকে যেতে পারে।
এ দৌড়ে কে, কী হারাচ্ছে? ভাবে না কখনো
জীবনে প্রেম ও ভালোবাসা হারাচ্ছে প্রাধান্য।
বিপরীতে মানুষ ঢুকে পড়ছে হিংসার বলয়ে
কে জানে, পৃথিবী এভাবে যাবে ক্ষয়ে ক্ষয়ে?

(কবি বন্ধু শাহ সাকিরুল ইসলাম এর কবিতা
'খোলা পার্কে ভালোবাসা' তে মন্তব্য লিখতে
গিয়ে এই কবিতার প্রথম অংশটুকু লিখেছি।
তারই অনুপ্রেরণায় লিখিত এই কবিতা তাকে
উৎসর্গ করছি।)