বলবো কী সকালে আদাজল খেয়ে নেমেছি
সারাদিনের খাটা-খাটুনিতে হাঁপিয়ে উঠেছি
কাজ করতে এসে মোটেও থাকিনি বসে
দুর্নীতিগুলো ধামাচাপা দিতে প্রথমে কষে
এঁটেছি মশারি, ঢুকতে দেইনি একটিও মাছি।

অজস্র মাছি ভন ভন করলো বটে চারদিকে
মেরে ফেলার ভয় দেখালে ধারেকাছে থাকে?
সেই যে পালালো ওরা পিছন ফিরে
ওদের দেখিনি আর সারাদিন ধরে
কে জানে, পালাতে গিয়ে ক’টি পড়েছে পাঁকে।

দুর্নীতির শিরোচূড়ামণি, শোন রে পাষণ্ড
দুর্নীতি থেকে ক্রমাগত বেরোয় বিকট গন্ধ
নাকে রুমাল চাপা দিয়েও হলো না
দুর্নীতির গন্ধে দম নেওয়া যায় না
একাজে ক’জন কর্মীর তো হলো দম বন্ধ।

শোন রে, কলঙ্কের এ কাজ আর করবো না
এ জঘন্য কাজ আর মনে সায় দেয় না
জেনেবুঝে ক’জন এ কাজে হাত লাগায়?
গঙ্গা স্নানেও কি এ পাপ ঘোচানো যায়?
এদের ধামাচাপা দিতে গেলে প্রাণ বাঁচে না।