দেশের অসংখ্য যুদ্ধের নায়ক পেয়েছি তোমার
এ কী দুঃসংবাদ! এ খবরটা কানে আসামাত্রই
মস্তকে যেন পড়েছে আঘাত!
সেনাপতি, কেউ নাকি ছিনিয়ে নিয়েছে তোমার
বুকের বর্ম? মর্মস্পর্শী ঘটনা। কেউ কি প্রতিহত
করতে এগিয়ে এলো না?
সেনাপতি, আগে বুক চিতিয়ে প্রতিপক্ষ সামুদ্রিক
ঝড়ের সাথে যুদ্ধে প্রত্যেকবার দুর্ভেদ্য প্রাচীরের
মতো দাঁড়িয়ে প্রতিহত করেছ ঝড়।
যুদ্ধ শেষে সংবাদের শিরোনামে এসেছিল সেই
যুদ্ধজয়ের খবর।
এখন বুকের বর্ম ছাড়া যুদ্ধ করবে কী? কারোর
সাধ্য আছে নাকি এভাবে হতে পারবে ঝড়ের
মুখোমুখি?
সেনাপতি, তুমি খুবই বিধ্বস্ত, শুয়ে রয়েছ যেন
মা কালীর পায়ের নিচে শিবের মতো। পরিস্থিতি
যা দাঁড়ালো সে যেন চিরস্থায়ী বন্দোবস্ত।
সামুদ্রিক ঘূর্ণিঝড় কে হতে হবে না আর যুদ্ধের
মুখোমুখি। তাকে বাধা দেওয়ার জন্য রইলো না
এমনকি কোনও কাকপক্ষী।
হায় রে, দেশে এখন আবারো দেখা দিলো যেন
বর্গী হানা। এখন পরিস্থিতি এতো ভয়াবহ, কেউ
করবে মানা?
হানাদার সামুদ্রিক ঘূর্ণিঝড় স্থলভাগে এসে চেপে
ধরছে জনগণের টুটি। পরিণতি? বহু জনগণের
ঘরদোর, বিষয় সম্পদের করছে যথেচ্ছ ক্ষতি।
তাদের জীবন জীবিকার হলেও সীমাহীন ক্ষতি,
করবে কী?