পড়েছ কি বিপাকে এই ভেবে, ‘শ্যাম রাখি না কূল রাখি’?
অস্থির মন নিয়ে এই দুরূহ প্রশ্নের হলে কি মুখোমুখি?
এ নৌকা দু’টি প্রস্তুত হয়ে আছে যেতে দু’দিকে দুই ঘাটে
কোন নৌকায় চড়ে কোন ঘাটে যাবে সেও ভাবছ নাকি?
দুই নৌকায় পা রেখেছ, বোঝা অসাধ্য তোমার মতিগতি
মাঝি ঘাটে নৌ দাঁড় করিয়ে রাখতে পারবে কি একরতি?
যাত্রীসহ মাঝির অবিশ্বাসের দোলায়ও দুলছ নাকি?
কে জানে, তোমার মনে এসময় জেগেছে কি ভীমরতি!
তোমার প্রতি তাদের অনাস্থার পারাও চড়ছে নাকি?
নৌকা দুটি তোমাকে রেখে ঘাট ছেড়ে গেলে করবে কী?
সাঁতরে গন্তব্যে যাবে? সেই সামর্থ্য তো নেই মোটে
পরিণতি? নদীজলে পড়ে হাবুডুবু খাওয়া থাকবে বাকি।