বেলুনের মতো বাড়লেই অহংকার
বোধ হয় দর্পচূর্ণ হওয়ার-ই দরকার
ক্ষমতা পেয়ে কী করলে অহংকারে?
টেনে রাখতে পারোনি লাগাম ধরে?
ছুটেছ একরোখা গন্ডারের-ই মতো
তখন কত মানুষ হয়েছে নির্যাতিত।
তারা দুঃখ কষ্টে ফেলেছে দীর্ঘশ্বাস
কালো মেঘে ঢাকা গিয়েছে আকাশ।
তখনি সংযত হওয়ার দরকার ছিল
রথের চাকায়ও কড় কড় শব্দ হলো
তবু দম্ভে যে কথাটি আদৌ ভাবোনি
রথের চাকা গড়াতে পারে কতখানি।
ভেবেছ কি এই ক্ষমতা অটুট থাকবে
যখন যাকে খুশি কারাগারে পাঠাবে?
বোঝেনি কি ক্ষমতা বিলুপ্তির দিকে?
কে, ক’দিন মেনে নেয় স্বৈরাচারীকে।
ভাবোনি বোধ হয় শিলার ও ক্ষয় হয়
স্বৈরাচারীর দর্পচূর্ণ হতে লাগে সময়?
এখন দেয়ালে মাথা ঠুকেও কি হবে?
আয়লা আসে যখন সে বড়োই নির্দয়।