রাজামশাই, আপনি কি হাসছেন?
ইরাক ও লিবিয়ার বর্তমান অবস্থা দেখছেন?
আগে সে দেশগুলো কেমন ছিল সেকথা ভাবছেন?
নাকে কি নস্যি টিপছেন?
ভাবছেন, এসব ভেবে আমার কি আসে যায়?
এখন এসব নেই মোটেও ভাবনায়
জনগণের সুরক্ষার ও নেই দায়।
ভাবতে হচ্ছে সিংহাসন কি করে রক্ষা করা যায়?
তবে তাই হোক, সূর্য ডুবছে ডুবুক
সমগ্র দেশটা অন্ধকারে ঢাকলে ঢাকুক।
দু’চোখ বন্ধ যখন এ অবস্থা হলেও ক্ষতি নাই
চোখে ছানি পড়লেও সে নিয়ে যখন ভাবনা নাই
রাজামশাই চোখ বন্ধ করে ভাবুন
ভাবুন, রাত জেগে যত খুশি ভাবুন।
এ দেশটা ডুবছে যখন অন্ধকারে
এখন আপনার ঘুমের ও সুবন্দোবস্ত হতে পারে।
রাজামশাই বাতাসে ভাসছে, দৈববাণী শুনুন,
রাজধর্ম পালন এ আপনার কর্ম নয়
যে কোনো রাজ্যে সুশাসনের জন্য
রাজাকে তার সুখের কথা ভাবলে চলে না কখনো
তাকে জনগণের সেবায় নিয়োজিত হতে হয়।