রাজা, রাজ্য শাসনে এ কেমন তোমার নজরদারি?
আইনের শাসন খাচ্ছে নাকি ধুলাবালিতে গড়াগড়ি?
অপরাধীদের মাথার উপরে কে বাড়িয়ে দেয় হাত?
নিঃশব্দে হয় কি করে অপরাধের তথ্যাদি লোপাট?

তথ্য লোপাট করলে কে কিভাবে চিনবে অপরাধী?
আইন আদালত তথ্য প্রমাণের অভাবে করবে কি?
তাই তো সমাজে বুক ফুলিয়ে হাঁটছে বহু অপরাধী
এ জিনিস চলতে দিলে নতুন আইন করে হবে কি?

রাজা, ঘৃণ্য অপরাধীদের বাঁচানোও তোমার কাজ?
যা করেছ জনগণের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
বলছে অনেকেই এই দৃশ্য অনেক তো দেখা হলো
এই ক'বছরে গঙ্গাবক্ষ দিয়ে জল কি কম গড়ালো?

আগে তোমার উপর জনগণের বিশ্বাস ছিল অগাধ
এখন তোমাকে সিংহাসনে বসানোর মিটেছে সাধ।
ভাবছে তারা এই সময় সংকট মোচনে করবে কি?
ঘোর দুর্দশার থেকে সহসা পরিত্রাণ খুঁজে পাবে কি?

তারা এখন ফেলতে চাইছে একটু স্বস্তির নিঃশ্বাস
এখন তুমি কি দিতে পারো তাদের সেটুকু আশ্বাস?