পারস্পরিক সাহচর্যে উভয়ে বেঁচে আছো
বেশ তো মিথোজীবীদের মতো
বিশাল আম্রবৃক্ষকে জড়িয়ে যেন স্বর্ণলতা
ভাগ করে সুখ দুঃখের সব কথা!
সম্পর্কের সুদৃঢ় বাঁধন দীর্ঘদিন ছিল যেটা
ঘুড়ি কাটার মতো ছিন্ন হলো সেটা,
আড়ালে আবডালে ভাব দেখালেও হতো
গলায় গলায় ভাব বজায় থাকতো।
জনসমক্ষে ছলাকলা করতে গিয়ে কার্যত
হলো নাকি বাঘ বন্দি হওয়ার মতো?
বাইরে সাপে নেউলে সম্পর্ক দেখালে কত!
কার্যত সেটি ছিল নাকি ছলনা মাত্র?
সে যদিও ছিল বেশ নজর কাড়ার মতো
ক’দিন আর লুকোচুরি খেলা যেতো
স্বার্থের টানেই একটা সময় ছেদ পড়তো
দু’দিন পরে হলেও ধরা পড়তে হতো।
তবু গানের সুর, তান ও লয়ে বাঁধার মতো
বেঁধে রাখতেও চেষ্টা করেছ তো কত
দেখেছি আত্মসুখে হয়েছিলে কতটা মত্ত
উদ্দেশ্য সাধনে ছলাকলা করলে রপ্ত।
উভয়ে গোপনে ষড়যন্ত্র করলে নিয়মিত
সেসব ঘটনা অবাক হওয়ার মতো।
করলে দেশের সম্পদ লুটে খেতে ষড়যন্ত্র
হায় রে, প্রদীপের নিচে অন্ধকার যত।
সেই ষড়যন্ত্র থাকেনি আর খাঁচায় বন্দি
উন্মোচিত হলো নাকি সব অভিসন্ধি?
সে নজরে আসায় কতিপয় হলো বিব্রত
কে জানে, দেশের সম্পদ লুটতে কত!
এখন স্বরূপ ধরা পড়তেই বেঁধেছে গোল
দেখেছে যারা হয়েছ তাদেরি চক্ষুশূল
বিতর্ক সভায়ও তারা বাঁধায় শোরগোল
গণ জাগরণ সৃষ্টিতেও করছে না ভুল।
বাদবাকিদের হয়তো উপলব্ধ হয়নি ভুল,
তারা তোমাদের নিয়ে আছে মশগুল
জেনে বুঝে ষড়যন্ত্রে জড়ালে নিশ্চিত ভুল
সেজন্য গুনে দিতে হতে পারে মাশুল।