সাগর জলে ভেসে বেড়াই
আলো মেখে গা-য় রামধনু ছড়াই
এ জীবন কাটছে বেশ।
বলতে হবে? বুঝলে না মোটেই,
ঝড় জলেও কিভাবে ভেসে বেড়াই?
জোটেনি কি সন্দেশ?
তবে সে খবর শোনাই
হাঙরের সাথে সখ্যতা গড়ে বেড়াই,
ভয় ভীতি নেই বিশেষ।
তারপর আর কী চাই?
জুতসই খাবার? তারও অভাব নাই
জুপ্ল্যাঙ্কটনের এইতো দেশ।
দিনভর কী করে বেড়াই?
যেমন খুশি ওদের ধরে গিলে খাই।
আর যোগাতে হবে সন্দেশ?
তবে যে যাই বলুক ভাই
কেউ ছুঁতে এলে তার নিস্তার নাই
বিষ ঢালতেও পারি বেশ।
‘কে আমি?’ জানা নাই?
এতো তথ্যের পরেও বলা চাই?
বেশ তো দিলাম সন্দেশ।