পাখি খাঁচার দোর ধরে দাঁড়িয়ে আছে নাকি?
সুযোগ পেলে ফুড়ুৎ করে উড়ে পালাবে কি?
আগেও এভাবে বহু পাখি পালালো
ওদের আজও কি ধরে আনা গেল?
ধরবে কি, জাল পাতার কাজ শেষ হলো কি?
বলছে বিদুর, ‘হুজুর, ওর ভাব গতি ভালো না
সুযোগ পেলে পালিয়ে যাওয়ার আছে সম্ভাবনা
তাই এখনি ওর পায়ে শিকল পরান
খাঁচার দুয়ারে ও বড়ো তালা লাগান
যেন কোনভাবে পাখি পালিয়ে যেতে পারে না’।
হুজুর, কোটি লোকের নজর এখন এই দিকে
এই পাখি করছে কী?-এদিকে তাকিয়ে দেখে
বলছে তারা, হুজুর দেরি করেন কেন?
এই কথা তার ভাবনায় আসেনি যেন।
হুজুর, ভয় হয় যদি আপনি পড়েন বিপাকে।