রুক্ষ মরুভূমিকে শোনালে দুঃখের কথা?
নিষ্ফলা, আবেগ তাড়িত হয়ে বলেছ অযথা
মরুভূমির আছে কি বিবেক?
আবেদন নিবেদনে সাড়া দেবে, সে ভাবনা বৃথা।

ওই যে ওরা বেঁচে দিয়েছে তাদের বিবেক
বোধ শক্তিহারা, কেউ জেগে ঘুমলে করবে কী?
ওরা মৌন মিছিল ও আবেদন নিবেদনে দেবে সাড়া?
ওদের উদ্দেশ্য বুঝতে এখনো আছে বাকি?

ওদের নাকের কাছে ছড়িয়ে দিয়ে লঙ্কার ধোঁয়া
দেখতে পারো ওরা করে কী? দেয় কি সাড়া?
বোধশক্তি সম্পন্ন সকলে ছেড়ে নাওয়া খাওয়া
পালাতে তৎপর হলেও সেই গন্ধ ওদের গা সওয়া।