তোমার এ কী হাল! কোলে পিঠে জমেছে
অজস্র শৈবাল। সারা শরীর ছেয়ে গেছে
ঘন কালো পাঁকে। কী ভয়ানক আঁশটে গন্ধ
ছড়াচ্ছে তোমার শরীর থেকে!
নিরুপায়, ‘বাঁচাও বাঁচাও’ বলে যতই করো
চিৎকার এই পাঁক থেকে নেই নিস্তার।
সারাজীবন সবার উপকার করার পরেও
এই পরিণতি? ভাবছো, কবে কাটবে এই
দুর্গতি?
তোমার দিকে যে ফিরে তাকাতে হবে ওরা
সেকথা একবারও ভাবেনি। সারাজীবন ধরে
ওদের সেবা করে গেলে। আজ এই কি তার
প্রতিদান! ওদের সেবা করার পরেও আজ
দেখতে হচ্ছে ওদের চোখ রাঙানি?