সাধ জেগেছে দেশকে নিয়ে যেতে পাতালপুরী?
তবে দেরি কেন? কাজে নেমে পড়ো তড়িঘড়ি।
শিক্ষা নাকি কোনও জাতির মেরুদণ্ড?
তাকে পাকদণ্ডির সাহায্য পাঁকাও মণ্ড,
বুক বাজিয়ে দেখিয়ে দাও তোমার বাহাদুরি।
শিক্ষাকে চিতায় তুলে জোরে বলো, ‘বলো হরি।’
দেখবে তোমার সহযোগিরাও এসে জুটবে ভারী।
তারা গাজায় দিলে একটু দম
ন্যায়-নীতি বোধ হবেই হজম
তারাও তাতে সায় দিয়ে বলবেই, ‘বলো হরি’।
আর দেরি নয়, দেশ এগোবেই পাতালপুরী
প্রতিবাদীরা বলবে, করলে কী গা-জোয়ারি?
তারা দেশে তুলবে নিন্দার ঝড়?
সেই সামর্থ্যের আছে কী খবর?
তাদের বলো, ‘দেখবি আর কী করতে পারি?
তোদের তুলোধূলো করাও এখন বেশ সোজা
ক্ষমতা পেয়েই ভেঙেছি কিনা তোদের মাজা!
এখন তোরা প্রতিবাদ করবি কী?
তোদের মেরুদণ্ড সোজা হবে কি?
এখন দেখে যা, আমি-ই পাতালপুরীর রাজা’।