আমার ছাগল তোমার শস্য খেয়েছে জানাতে
এসে ভাবালে,‘আমার পোষ্য কী করতে পারে!’
বলতে পারো, সেটি যখন শস্য খেয়ে এসেছে
তাকে আর দেরি না করে দিতে হবে খোয়ারে।

সে তো এখন জাবর কাটছে আমার গোয়ালে।
কে জানে, কোথায় সে কী কাণ্ড করে এসেছে!
বড় বেপরোয়া, ধরতে গেলে গুঁতো দিয়ে বসে?
তাই কি ধরে রাখতে পারোনি পেয়েও নাগালে।

বলছো বটে, এ ছাগলকে দিতে হবে খোয়ারে
তবে সে এই কাণ্ড করেছে তার প্রমাণ আছে?
শোনো বাপু, এই বিষয়ে আমার বলার আছে
সেই কথাগুলো শুনলেই উঠবে নাতো শিয়রে?

সে তো এই সময় রয়েছে আমার হেফাজতে
কি করে বুঝবো সে ঢুকেছে তোমার জমিতে?
সাক্ষ্যপ্রমাণ দিয়েই কোর্টে প্রমাণ করতে হয়
নতুবা কেউই তো আর অপরাধী সাব্যস্ত নয়।

সিবিআই কে দিয়ে তদন্ত করাতে ইচ্ছা হচ্ছে?
আরে বাপু, সে তো তোমার আছে অধিকার।
করাও, যদি মন চায়। ছাগল এই কর্ম করলে
জেনে বুঝে নাকে নস্যি দিয়ে বসে আছি আর?

তদন্তকে লোপাট করতে করণীয় সব করেছি
চেষ্টা খুবই করেছি মুছে ফেলতেও সমস্ত দায়
হোসপাইপে দূর থেকে যেভাবে জল ঢেলেছি
দেখি, তদন্ত করলে কোন দিকে জল গড়ায়।