নির্ঘুম ভেবেছি সারারাত
পেয়েছে যখন কাঠের আসবাবপত্র তৈরির বরাত
আনতে হতো কাঠ চেরাইয়ের করাত
কিন্তু হলো কী? কেন নিয়ে এসেছে শাঁখের করাত!
এই করাত দিয়ে করবে কী?
কে জানে, তাদের অভিজ্ঞতার ঝাঁপিতে আছে কী!
মনের এই ভাবনাগুলো সারারাত খেলো লুটোপুটি।
শাঁখের করাত, তুমি ভাবলে বোধ হয়
কোন কাজে কোন করাত লাগবে চিনতে না পারায়
কেন নিতে যাবে তাদের ব্যর্থতার দায়?
মুখ বুজে কখনো কখনো কত কী দেখে যেতে হয়!
এ কথাগুলো জাগলো কি মনের ভাবনায়
কখনো কখনো ভুলের খেসারতও দিতে হয়।
হলে হোক মূল্যবান কাঠের নয় ছয়
সামগ্রীগুলো নষ্ট হলে তাদের উপর বর্তাবে সেই দায়।
শাঁখের করাত, অভিজ্ঞের মতো কথাগুলো বললে যেন!
তবে আর দেরি কেন
নিজের কাজেই থাকো মগ্ন
কাটো যখন যাবে সামনে এগিয়ে
আবার যখন আসবে পিছিয়ে
দেখি শেষ অবধি এ কাজ কোন দিকে গড়ায়।