এখন তার অঙ্গভঙ্গি ও চালচলন দেখেই তো মনে হয়
অনেক কথাই বলার আছে তবু সে মুখ বুজে রয়েছে।
পাচ্ছ কি ভয় এবার যদি সব গোপন তথ্যাদি ফাঁস হয়
এখন তার অঙ্গভঙ্গি ও চালচলন দেখেই তো মনে হয়
আর খুব বেশি দূরে নয় হন হন করে আসছে দুঃসময়।
করছে কি মন উথালপাথাল? ভাবছ বরাতে কি আছে?
এখন তার অঙ্গভঙ্গি ও চালচলন দেখেই তো মনে হয়
অনেক কথাই বলার আছে তবু সে মুখ বুজে রয়েছে।