খাই খাই করে শুধু, দেশকেও গিলে খায়
খিদের এ কী ব্যামো তবু খিদে মেটে নাই
ভরাতে পেট সাগর গিলে করেছে সাহারা
আবার ডাকে পেট খেতে হবে আরো চাই।
না-মিটলে এই জ্বালা কারো নিস্তার নাই।
রাক্ষসের বংশধর, সকলকে গিলবে তাই
চাই তার প্রথমে সব হাতি ও ঘোড়াগুলো
সে গুলো বড়ো ও তরতাজা হলে ভালো।
মেটে না জ্বালা খেলেও হাতিঘোড়া দশটা
লোভের আঁতুড় ঘর খেতে বাকি শুধু বিষ্ঠা।
লালসায় মত্ত, খেয়ে হজম করেও দেশটা
আরো কত খেতে পারে দেখে নিও শেষটা।