বলেও হলো না, 'এটি ঝুঁকিপূর্ণ খেলা'।
একথা শুনেও খেলছ, খুকি? তবে খেল,
এই খেলায় যদি আনন্দ পাও, ক্ষতি কী!
এই খেলা টি কারো কারো অপছন্দ?
খেলার পরিণতি নিয়ে তারা আছে ধন্দে?
খেলা বন্ধ করতে তৎপর হয়ে
অজগরের মতো আসছে তেড়ে?
সজোরে কেড়ে নিতে চাইছে খেলায় সামগ্রী?
অতঃপর কী দাঁড়াতে পারে ভেবেছে কি?
বোধ হয় ভাবতে বাকি
রেগে তুমি করতে পারো হাত পা ছোড়াছুঁড়ি
মাটিতে খেতে পারো গড়াগড়ি
ভাঙ্গতে পারে তোমার হাতের কাঁচের চুড়ি
সম্ভাবনার আছে ছড়াছড়ি।
হয়তো তারা ভেবেছে, 'খুকির যা মতিগতি
দেখা দিতে পারে কোনও দুর্গতি।
এই ভেবে যদিও বাধা দিতে তৎপর হলো
তাদের জানিয়ে দেওয়া ভালো,
খুকির মনে যখন জেগেছে সাধ
খেলতে তৎপর সুন্দর মাকাল ফল নিয়ে
তার মনের ইচ্ছাপূরণে সেটি বাদ যাবে কেন?
তাকে খেলতে দাও, দেখুক সারা গাঁও,
কী ঘটে?
হাত ফসকে সেটি মাটিতে ভেঙ্গে পড়বে যখন।'
তাদের বলে দিও, 'খুকি নিজেই বুঝবে তখন
ভেতর থেকে কী বেরিয়ে আসে?
দিশেহারা হয়ে তখন সে কী করে, দেখে নিও'।