বললেন বৃদ্ধ তাকে ডেকে, 'শোনো, আমার
বয়স তো কম হলো না। এযাবৎ কম খেলা
দেখা হলো না।
এ ম্যাচ খেলতে এসে তুমি যা করে দেখালে
এমন কাণ্ড আগে দেখিনি কখনো।
বোধ হয় স্বপ্নে বিভোর ছিলে নিজের দলকে
জিতিয়ে আর নিজে ম্যান অব দ্য ম্যাচ হয়ে
ফিরে যাচ্ছ ঘরে।
স্বপ্ন পূরণের প্রচেষ্টায় হ্যান্ডবল, অফসাইড
ফাউল কিছুই তো করতে আর বাদ গেল না।
রেফারির সাবধান বাণী, হলুদ কার্ড দেখেও
থামলে না।
কতগুলো চিল তোমার মাথার উপর দিয়ে
আকাশে বারবার চক্কর খেল আর গগনভেদী
চিৎকার করলো দেখেও সতর্ক হলে না।
দেখেছে সকলে, স্বপ্ন পূরণের নেশা মন্দ না।
এতো ঘটনা ঘটার পরেও ক্রমাগত করলে
ফাউল।
একবারও ভাবলে না রেফারি সহ্য করবে
আর কত? এবার গুনতে হতে পারে ভুলের
মাশুল।
ভাবলে না, নদী সোজা পথ ধরে চলে না।
তাকেও চলতে হয় এঁকে বেঁকে। বোধ হয়
তোমার জীবন নদীও এখন এসে ঠেকেছে
বাঁকে।
দেখছ রেফারি এখন করছে কি? বোধ হয়
লাল কার্ড দেখাতে এগিয়ে আসছে তোমার
দিকে।