কাকাবাবু, শুনেছেন নিশ্চয় সানন্দা বলে গেল,
'কে নাকি সবার অলক্ষ্যে মৌচাকের মধু খেয়ে গেছে,
খবরটা জানাজানি হতেই এর রহস্য উদঘাটনে
দেশের নামজাদা গোয়েন্দাদের নাকি ডাক পড়েছে,
আর তারা ডাকে সাড়া দিয়ে কে এই কর্ম করেছে
তাকে খুঁজতে গিয়ে এখন হচ্ছে নাকি নাজেহাল,
ভাবখানা পড়েছে যেন অথৈ জলে
খেলা চলছে যেন চোর পুলিশে।
প্রত্যক্ষদর্শীদের অনেকে বলছে, যে এ কর্ম করেছে
তাকে স্রোতের অনুকূলে খুঁজে পাবে নাকি?
গোয়েন্দারা কি ভুলে গেছে
বন্যার সময় কানে হেঁটে উজানে যায় কৈ?
যে মধু খেয়ে গেছে তাকে যেন কেউ পায় না খুঁজে
সে কারণে সে নাকি যাবার সময় ভেবেচিন্তে
অজস্র রহস্যজাল ছড়িয়ে চিরকুটে লিখে গেছে,
'শার্লক এসেও আমার টিকিও পাবে নাকি খুঁজে?'
কাকাবাবু, এ দেশের বিখ্যাত গোয়েন্দারা
এ রহস্য ভেদ করতে গিয়ে হয়েছে গোহারা।
তারা এখন লাজে যে যেভাবে পারছে মুখ লুকচ্ছে
আর যে মধু খেয়েছে সে হয়তো অলক্ষ্যে হাসছে।
কে জানে, সে কতগুলো গিঁটও দিয়ে গেছে।
কাকাবাবু, শুনেছি এ কাজে আপনার সুনাম
বিখ্যাত গোয়েন্দা হিসাবে চারদিকে বেশ ছড়িয়েছে
এখন লোকজন করছে বলাবলি, বোধ হয়
এ রহস্য উদঘাটনের কাজ আপনাকেই সাজে
কাকাবাবু কে, এ কাজ করেছে দেখবেন একটু খুঁজে?