আগুন, আগুন, আগুন! অগ্নিবাণ আসছে ধেয়ে
তোমার পোষ্যদের গৃহদাহের বিরাম নেই দু’দণ্ড
দেখছ জনতা উত্তেজিত হলে কী করতে পারে?
দীর্ঘদিনের জমা ক্ষোভে ঘটিয়ে দিয়েছে লঙ্কাকাণ্ড।
তাদের উপর এখন আর দোষ দিয়ে কী লাভ হবে?
ভাবছো ছার পাবে তাদের ঘাড়ে যত দোষ চাপালে?
বলবে, কে বা কারা দস্যুদের পুষেছে খাবার দিয়ে?
দীর্ঘদিন জনজীবন দুর্বিষহ করেছে ওদের কে দিয়ে?
বলছে কাকাতুয়া, দীর্ঘদিন ভ্রান্তিবিলাসে মজেছিলে
মোঙ্গলদের মতো স্বৈরাচারী শাসক হতে চেয়েছিলে।
ভেবেছ, তাদের উত্ত্যক্ত করলে ভয়ে সুড়ঙ্গে পালাবে?
এ দেশে নিজে জীবৎকাল সুরক্ষিত থাকবে এভাবে?
তোমার সব চিন্তা-ভাবনাও মিথ্যা হলো কি তবে
এই দেখে অগ্নিকুণ্ডলী তোমার দিকে আসছে ধেয়ে?
দাঁড়িয়ে দেখবে কি কিভাবে পোষ্যদের ঘর পোড়ে?
এখন থর থর করে কাঁপছ কি অগ্নিবাণের ভয়ে?