বৃদ্ধ কাকাতুয়া দিগ্বিদিক ঘুরে এসে
মরা আমড়া গাছের এক ডালে বসে
প্রশ্ন ছুঁড়ে দিলো সর্বনাশের কানে
‘জানো কি তুমি অন্ধকারের মানে?’
পাখি এ কথা বলে গেল এক নিঃশ্বাসে।
বললো সে যদি আজও না-জেনে থাকো
এক ছন্নছাড়া দেশের দিকে চেয়ে দেখো
ফুলে ফেঁপে উঠছে দুর্নীতি ও চুরি
দুর্বৃত্তায়ন চলছে বেশ গা-জোয়ারী
আগে সেসব ছিলনা এতো মাখো মাখো।
সে দেশে দুয়ো রাণী বেশ খিলখিলিয়ে হাসে
তার পারিষদরা? কেউ নেই চুপ করে বসে
তারা তাদের ঘর গোছাতেই ব্যস্ত
সুয়োরানীর ছেলেপুলে ভয়ে সন্ত্রস্ত
তাদের জীবন যন্ত্রনা আষ্টেপৃষ্ঠে ধরছে কষে।
এই ছেলেমেয়েরা আজ রাজপথে কেঁদে মরে
তাদের সকরুণ দৃশ্য দেখলে উঠবেই শিয়রে
বুঝবে তখন ‘অন্ধকারের মানে
তুষের আগুন জ্বলে কোনখানে?'
দেখবে কী করুণ দৃশ্য প্রজাদের ঘরে ঘরে!