এক পায়ে ঠায় দাঁড়িয়ে আছি দারুচিনির
দেশে। সারাক্ষণ জনহিতে সুগন্ধি বিলতে
থাকি শরীর থেকে।
যদিও প্রশংসা কুঁড়াতে উন্মুখ নই মোটে,
প্রশংসা ছড়িয়ে পড়েছে চারদিকে। সেকি
আমার অপরাধ?
বোঝা দুষ্কর তোমার মনে জেগেছে কী সাধ?
মেটাতে সুগন্ধির স্বাদ বেশ খসালে আমার
শরীরের বাকল।
করলে নগ্নপ্রায়। পৌষের এই কনকনে শীতে
এই শরীরে সইতে পারি কতটা ধকল? শরীরে
ধরেছে বেশ কাঁপন। ঠক ঠক করে কাঁপছি
সর্বক্ষণ।
মৃত্যু দুয়ারে। ভাবি, এভাবে মরতে হবে এই
শীতে?
হায় রে, এই কি পরিণতি?