সাধ মেটেনি দেখেও ঘোড়ার বাঁকা চলন?
ঘোড়দৌড় দেখতে খুঁতখুঁত করছে মন?
সেকি আর বুঝতে বাকি
সেটি অপূর্ণ থাকলে অন্তরে ঘটবে কত কী!
উথালপাতাল করতে পারে মন
ঘুম ও কেড়ে নিতে পারে যখন
লাভ কি আর রাত্রি জাগরনে?
ঘোড়দৌড় দেখলে যদি শান্তি জাগে মনে
দাঁড়িয়ে পরতে পারো দেখতে ঘোড়দৌড়।
বাতাসে ভেসে আসছে জনতার সোরগোল
পাগল পারা মন, ধৈর্য ধরে কখন?
ওই বুঝি হয়েছে দৌড়ের প্রস্তুতির সমাপন
ঢং ঢং করে বাজছে ঘণ্টা
জকিও বসেছে নিজ নিজ ঘোড়ার পিঠে চড়ে
মহাসমারোহে এখনি শুরু হবে ঘোড়দৌড়
কাউকে আর গুনতে হবে না অপেক্ষার প্রহর।
রেফারি বাজালে দৌড় শুরুর বাঁশি
ঘোড়াগুলো থাকবে না আর একটুও বসি'
টগবগিয়ে ছুটবে প্রাণপণ
ঘোড়দৌড় দেখার সাধ জেগেছে যখন,
রক্ষাকবচ ও নেই তো শরীরে
করবে কী? যদি ঘোড়া পায়ে পিষে মারে
সেই ভালো প্রাণ হাতে নিয়ে দাঁড়াও দূরে সরে।