সাধ ছিল বুঝি স্বাধীনভাবে আকাশে উড়বে?
কাজটা যে সহজ নয় সেটি ভাবোনি আগে?
স্বপ্নপূরণে বাদ সাধে কে সেটা এখন দেখবে
সেই ইচ্ছায় জল ঢেলে দিতে কি সময় লাগে?

শক্ত হাতেই সুতো ধরেছি যাবে আর কতদূর
যতদূর সুতো ছেড়েছি সেই অবধি বড়জোড়।
তারপরও উড়ে যাওয়ার জাগছে নাকি সাধ?
বলছি টা কি সেই ইচ্ছা হতেও পারে বরবাদ।

আকাশে উড়লেও কি ঘুড়ি, বলতে কি পারো
সুতো ছেঁড়া সহজ হবে কি যতই চেষ্টা করো?
দাপাদাপি করলে বেশি বাঁধে যদি তালগাছে
যেথায় জোর ধাক্কা দিতে বেতাল বসে আছে।