চারদিক থেকে আসছে উন্মত্ত দাবানল
আকাশে কালো ধোঁয়া ছড়াচ্ছে অনর্গল।
দাউ দাউ করে জ্বলছে বনভূমি
আগুন ছড়িয়ে পড়ছে মাটি চুমি
এই ভয়াবহ দৃশ্য দেখে অনেকে বিহ্বল।

ছড়াচ্ছে আগুন, কতদূর যাবে কে জানে!
দেখি আগুনের ফুলকি উঠছে ক্ষণে ক্ষণে
এই বিধ্বংসী রূপ আগে দেখিনি
এমন কাণ্ড আগে ঘটেছে শুনিনি
কেন আগুন লেগেছে ভাবছি মনে মনে।

বুক চিতিয়ে দাবানল ছুটে চললে যা হয়
আঁটঘাট বেঁধে প্রতিরোধে না-নামলে নয়
কিছু অঞ্চল পুড়ে হলে হোক ছাই
জলকামান প্রস্তুত করে রাখা চাই
প্রস্তুতি পর্বের জন্যে লাগেই একটু সময়।

দমকল বাহিনী এসেই পরিস্থিতি দেখেছে
জলকামান নিয়ে নেমেছে মীরের নির্দেশে
কে জানে, এই সেনারা করবে কি?
ওদের কে বিশ্বাস করা যায় নাকি?
সবার নজরে যুদ্ধ কোথায় দাঁড়ায় শেষে!