এই আঙ্গিনায় দাঁড়িয়ে শত সহস্র নির্যাতিত
কেউ বা ন্যায্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত
যথাযথ স্থানে দাবি জানিয়েও পায়নি সুবিচার
তালিকা সুদীর্ঘ, শোনাব কত?

তারা আশাহত, এ হওয়ার নয় রাষ্ট্র ব্যবস্থায়
অধিকার থেকে বঞ্চিত হলে সুবিচার দাবি করা যায়
রাষ্ট্র তাদের দিয়েছে সেই অধিকার
ন্যায়সঙ্গত দাবি নিয়ে এসেছে এই আঙ্গিনায়।

অমূলক নয়, এসেছে ন্যায্য সুবিচারের আশায়
সবার বক্তব্য শুনে মীমাংসা করা তোমার দায়।
ক্ষমতায় থেকে ঘটালে এ কী কাণ্ড!
ভুলেছ কী শপথ নিয়ে তুমি বসেছ কোথায়?