কুড়ুল নিয়ে হাসতে হাসতে এসে পড়েছি
কাটছি গাছের ডাল, যে ডালে বসে আছি।
ভাবছো নাকি ভেঙ্গে পড়লে ডাল
ঘনিয়ে আসবেই আমার পরকাল
সে যাই বলো কালিদাস হতেও তৈরি আছি।
ভাবছো কোনদিকে ঝাঁপ দিতেই আছি তৈরি
আর কোন মাটিতে পড়ে খেতে চাই গড়াগড়ি?
ডাল নুইয়ে পড়তে আর একটুকু বাকি
এতো আগে সেটি আন্দাজ করবে কি?
ডাল মর মর করে উঠলে তখন থেকো তৈরি।
মনের ইচ্ছা তখন গড়িয়ে পড়ি যেন ডানে
তবে হাওয়া কোনদিকে বইবে, কে জানে!
সে তো এখন আন্দাজ করাও কঠিন
পশ্চিমমুখী হলে হয়তো হবে সমীচীন
সেই আশা পূর্ণ হলে ভাসবো সুখের বানে।