আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে খুবই অন্ধকারে
আলোর দিশা খুঁজে পেতে ছুটছি আলেয়ার পিছে পিছে
এমন না ঘটলে ভাল হতো, তবু ঘটছে এ জগত সংসারে
আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে খুবই অন্ধকারে
বাঁচার তাগিদেই আলেয়ার পিছে ছুটে যাচ্ছি ঠারেঠোরে
এ দুর্দশায় আলো দেখাতে থাকত যদি কেউ ধারে কাছে।
আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে খুবই অন্ধকারে
আলোর দিশা খুঁজে পেতে ছুটছি আলেয়ার পিছে পিছে।