চলেছে উড়কি ধানের উদ্দাম নাচন
এই নর্তকীরা এখন নাচে এতো মত্ত
ভুলেছে এই মঞ্চে তৈরি হয়েছে গর্ত
সতর্ক হয়ে পা ফেলা খুব প্রয়োজন।
নয়তো গর্তে পড়লে তার নিস্তার নাই
তন্নতন্ন করে রাতদিন খুঁজেও সেথায়
পাবেনা সঙ্গী-সাথীদের কে কোথায়?
তাকে অতল গহ্বরে নিতে হবেই ঠাই?
বলছে এখন দর্শকাসনের সব জনগণ
ওদের এই নাচন তো মোটেই মন্দ না
ভল্লুকেরা এভাবে নাচে চিড়িয়াখানায়
এদের চালচলনও ঠিক ওদেরই মতন।
ভাবছেও তারা বাজিকর করছে টা কী?
একটু পরে নাচ দেখানো থামাবে নাকি?
বলছে শিয়াল, 'এই তো নাচের সূত্রপাত
আরও কিছুদিন চলবেই এই ধারাপাত'।