হায় রে, অল্পতে মেটেনি আশা। মনের ভিতরে ছিল
কী উন্মত্ত লোভ লালসা!
লাগাম ছাড়া এই বেয়াদব শুরু করলে দাপাদাপি,
ভরসা কোথায়? ক'জন আর সে সময় লাগাম ধরে
রাখতে পারে?
পড়লে তার খপ্পরে। নির্বুদ্ধিতায় অন্ধকারের পথে পা বাড়ালে।
মন খারাপের সিঁড়ি দিয়ে তরতরিয়ে রসাতলে নামতে শুরু করলে, যদি জোটে সম্পদের খনি।
ভাবোনি, সামনে পিচ্ছিল পথ, চলা দুষ্কর। তর তর
করে এগোতে গিয়ে পা পিছলে পড়লে চোরাবালিতে, রসাতলের উপরে রবারের মতো আচ্ছাদনে।
সেখানে নেমে খনির সন্ধানে শুরু করলে দাপাদাপি।
মনে পড়ে, বিজ্ঞরা অনেকে বলেছিল সংকট ঘনিয়ে
আসতে পারে। সরে এসো তাড়াতাড়ি। তলিয়ে যেতে পারো চোরাবালিতে।
হায় রে, কর্ণপাত করোনি সে কথাতে। চোরাবালিতে
বুক সমান ডুবলে। এ অবস্থায় কালেভদ্রে কেউ বেঁচে
ফিরে আসতে পারে। তবু হাতরে খুঁজতে শুরু করলে সম্পদের খনি।
দেখছ আকাশে এখন বজ্র গর্ভ মেঘ, ক্রমাগত ধেয়ে আসছে বিদ্যুতের ঝলকানি।
সময় যত গড়াচ্ছে তলিয়ে যাচ্ছো চোরাবালিতে।
দু'হাত তুলে 'বাঁচাও ,বাঁচাও' বলে গলা ছেড়ে চিৎকার করলেও কেউ এগিয়ে যাচ্ছে না তোমাকে বাঁচাতে।