বেলা তো বহুদূর গড়ালো
দুঃখের বারান্দায় কত কী ঘটলো!
দুষ্কৃতীরা তার হাত পা ধরে করেছে টানাটানি
এখানেই তারা থেমে থাকেনি
নির্যাতনকে চরম শিখরে পৌঁছে দিলো।

কুন্ঠাবোধও করেনি তাকে পাঠাতে বৈতরণী
ভাঙ্গলো ঘুম, জেগে উঠলে তক্ষুণি
তারপরেও গঙ্গা পদ্মা দিয়ে কত জল গড়ালো
যা চেয়েছিলে বোধ হয় সবই নিষ্ফলা হলো
আবেদন নিবেদনে শাসক কর্ণপাত করেনি?

মোমবাতি মিছিল করেও হয়েছ গোহারা।
শাসকের বিবেক তাতেও দেয়নি সাড়া?
ভাবখানা বধির, কিছুই শুনতে পায়নি?
বিচলিত হওয়ার মতোও কিছুই ঘটেনি
আবেদন নিবেদনে মোটেও দেয়নি সাড়া।

এযাবৎ তাকে চিনতে বড়োই ভুল হলো
যাই বলো, সে হওয়ারই কথা ছিল।
শাসকদের চিনতে এখনো বাকি?
অপেক্ষা করলে দেখবে আরো কত কী!
তাদের সম্পর্কে যত কম বলা যায় ভালো।

এবার পরবর্তী কর্তব্য স্থির করা দরকার
ছন্দপতন ঘটতে দেবে আর কতবার?
নয়তো দুঃসময় তাড়িয়ে বেড়াবে
অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে
মন খারাপের বারান্দায় বসে থেকো না আর।