ঠক ঠক করে কেঁপেছে মাটি, ভূকম্পন যেন
সে তো একবার হয়ে থেমে থাকে না কখনো
এই যা হলো চিন্তা বাড়লো নাকি?
কেননা আবার হয়তো ঝাঁকুনি দেবে কখনো।

তরঙ্গ আসে মালার মতো, যাচাই করতে বাকি?
ক্ষতি কী? সেই কাজে কেউ বাধা দেবে নাকি?
জলেও উঠবে ঢেউ হবে না অন্যথা
ঘাটে বসে এর সত্যতা যাচাই করা যাবে বৈকি।

কে জানে, মানুষের কর্মে রুষ্ট হলো কি প্রকৃতি!
ভয় থাকছে বৈকি কতখানি হতে পারে ক্ষয়ক্ষতি
বুক দুরুদুরু করলেও প্রকৃতি থামবে কি?
কে কবে বুঝেছে আগেই রুষ্ট প্রকৃতির মতিগতি?