ভুলি কী করে ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৯ সালে
বাংলা কবিতা ডট কম জন্মভিটায় ভূমিষ্ঠ হলে
সেদিন মায়ের কোলে আঁতুরঘরে
দু’চোখের পলকগুলো মেলে ধরে
হাসির দীপ্তি ছড়াতে শুরু করলে সাতসকালে।

আলোয় দীপ্ত, হামাগুড়ি দিতে ক'দিন লাগে?
সেই পর্ব দ্রুত শেষ করেই ছুটলে দুরন্ত বেগে।
শৈশব বাল্য কৈশোর পেরিয়ে এসেছ
শীত বর্ষার রাতেও রানার যেন ছুটছ!
কবিগণ রাত জেগে কবিতা লিখছে আবেগে।

অচিরে তোমার জ্যোতি ছড়িয়েছে চারিদিকে
সেই আলোয় দীপ্ত হয়েছে মানুষ লাখে লাখে
অসংখ্য মানুষের মুখে ফুটিয়েছ হাসি
কত বৃদ্ধ ও বৃদ্ধার বার্ধক্যের বারানসি
আজিকে তোমার ঝুলিতে কবিতা পাঁচ লাখে।

চলার পথে রানার খোঁজ করো না পান্থনিবাস।
‘বিরাম লাগবে না’ তোমার মনে আছে এ বিশ্বাস।
ছোটো রানার, জোরে আরোও জোরে
বাংলাকে পৌঁছে দেবে সমৃদ্ধির শিখরে
আরো এক নোবেল ঘরে আসবে আছে এ বিশ্বাস।