ওই যে, যুদ্ধ করতে যাচ্ছে কারা?
কালো কাপড়ে মুখঢাকা বলছে সব বঞ্চিতরা,
খুনখারাবি হচ্ছে না কোথায়?
দেখছি সাবলীল ভাবে বেঁচে থাকাই দায়
তাই সব অপরাধীর বিচার চাই।
তারা প্রতিবাদে বেশ সরগরম
প্রতিবাদের আওয়াজ তুলছে সে বড্ড গরম।
এতো সব বললেও কী,
কে জানে, মুখোমুখি যুদ্ধ করতে যাচ্ছে কি?
অপরাধীরা তখন গাছের মগডালে বসে
তাদের এই কর্ম দেখে বলছে অট্টহাসে
‘দেখ, সামনে আমাদের ছায়া দাঁড়িয়ে আছে
সেও তোদের দিকে তাকিয়ে আছে।
যুদ্ধ করবি তো কর সেই ছায়ার সাথে
আমাদের কি যায় আসে, তাতে?’
মগডালে কে বা কারা?- সেদিকে প্রতিবাদীদের
কারো নজর আছে?
ওই শোনা যায় প্রতিবাদীরা হাঁক দিয়ে যায়,
সব অপরাধীদের বিচার ও শাস্তি চাই’
সেই দাবিতে নগরী দেখেছে মোমবাতির মিছিল
তবু ন্যায্য বিচার না-পাওয়ায় লজ্জায় নগরী
মুখ ঢেকেছে অন্ধকারের ঘোমটায়।
তবুও সুরাহা হলো কোথায়?
দূরবীনেও দেখিনি সমাজ সংস্কারে প্রতিবাদীদের
সাথে অপরাধীদের বেঁধেছে যথার্থ লড়াই।
বোধ হয় গণআন্দোলনকে এখন চেনা দায়।
সে এখন কোথায় হলো না বোধগম্য।
ভাবছি বসে, ‘ছায়ার সাথে যুদ্ধ হয় কি কখনো?’