রাত দ্বি প্রহরে বসত ঘরে
কে জানে, কিভাবে লাগলো আগুন,
তখন চারিদিক ছিল একেবারে শুনশান।
যখন ভয়ানক আকারে ঘর জ্বলে ওঠার উপক্রম
তখন রাত জাগা প্রহরীদের পড়লো নজরে
তাদের বুঝতেও বাকি রইল না বিপদ শিয়রে!
প্রস্তুতি নিলো তৎপরতার সাথে এই আগুন নেভাতে
ঘরে ঘুমিয়েছিল যারা তাদেরকে ঘুম থেকে জাগাতে
বলার অপেক্ষা রাখে না ঘরে আগুন লাগলে
চারিদিকে দাহ্যবস্তুদের উপস্থিতিতে
বেশি সময় লাগে না সেই আগুন ছড়িয়ে পড়তে।
হলো তাই, অচিরে চারদিকে ছড়িয়ে পড়লো উত্তাপ
ঘুমন্ত কারো কারো গায়ে লেগেছে তাপ,
ঘটেছে বৈকি তাদের ঘুমের ব্যাঘাত
ঘর থেকে বেরিয়ে বরাত জোরে প্রাণ ফিরে পেয়ে
সকলে সমস্বরে করেছে চিৎকার
ঘরে লেগেছে আগুন,ঘুমোনোর অবকাশ নেই আর
যে যেখানে আছো এখনি বেরিয়ে এসো
তখনি তারা দমকল বাহিনীকেও খবর দিলো।
জনতার সমস্বরে চিৎকারে সকলে বেরিয়ে এলো
বটে ব্যতিক্রম কেবল গৃহস্বামী স্বয়ং
কে জানে, সে ঘুমিয়ে ছিল কখন?
যখন সাইরেন বাজিয়ে দমকল বাহিনী এলো
তখনো সে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছিল
ঘরে ঢুকেই সুরক্ষা বাহিনী দেখলো
হায় রে, ঝলসে যাচ্ছে গৃহস্বামী!
তারা চেষ্টা করছে বটে তাকে বাঁচাতে,
কে জানে,কী আছে তার বরাতে!