তুমি এসেছ আমার এই খেলা প্রাঙ্গণে ,মেঘালয়ে?
বেশ তো এসো একত্রে খেলা করি
দুজনে দুজনের হাত করে ধরা ধরি
দেখো খেলতে গিয়ে পরো না যেন মাটিতে লুটিয়ে।
দেখো চারদিকে ঘিরে আছে সবুজ বনানী ও পাহাড়
যেথায় সদা নৃত্য করি শাড়ির আঁচল ছড়িয়ে
কী অসীম উল্লাসে আমার কেশ দাম উড়িয়ে
বিহু, মনিপুরী নৃত্য সহ দেখো নানান নাচের বাহার।
তুমি কি সারাজীবন কাটাবে আমার সাথে খেলা করে?
নাকি দুদিন কাটিয়ে ঘরে যাবে ফিরে?
আমার এ প্রশস্ত হৃদয়ে আঘাত দিয়ে?
জেনো আমাকে ছেড়ে গেলে তুমিও ব্যাথিত হবে ঘরে ফিরে।