চড়ুই পাখি! চড়ুই পাখি!
সকাল থেকে দেখছি তোকে
বেড়িয়ে পড়ে ঘরটি থেকে
বসলি গিয়ে গাছের শাখে।
উঠোনে তোর খাবার দিয়ে
কখন থেকে ডাকছি তোকে,
গলা আমার যাচ্ছে চিঁড়ে
সকাল থেকে তোকে ডেকে।
আয়রে পাখি ফুড়ু্ৎ করে
বস তো গিয়ে উঠোন পরে,
খেয়ে নে খাবার খুঁটে খুঁটে
খিদে যেন থাকে না মোটে।
চড়ুই পাখি বলছি তোকে
আজকে আমার স্কুল ছুটি,
তাই তো আমি মনের সুখে
সকাল থেকে খেলায় মাতি।
বলছি তোকে বন্ধু হবি?
আমার সাথে খেলতে যাবি?
সারাটা দিন খেলব মোরা
দেখবে সবে জগৎ জোড়া।