সারাদিন কাটাতে হয়েছে খাঁ খাঁ রোদ্দুরে
মরুপথ পেরিয়ে আসতে হয়েছে বহুদূরে
উট, কোথাও পায়নি মরূদ্যান
তেষ্টা মেটানোর জলের সন্ধান
ভাবেনি আগে এই পরিস্থিতি হতে পারে।
তেষ্টায় দুর্গতি? ফেটেছে যেন বুকের ছাতি
ভাবছে মরু পথে এই কী দুঃসহ পরিস্থিতি
ভেবেছে সে জলের দেখা পেলেই হয়
জল গিলে খাবে যতটা সাধ্যে কুলায়
মরুদ্যানে পৌঁছে ব্যস্ত মেটাতে তার দুর্গতি।
জল পেয়ে ফিরে দেখার অবকাশ আছে কি?
জলাশয়ে নেমে সেটি গোগ্রাসে গিলবে নাকি?
উট ফিরেও তাকায় না, জল গিলছেই
পা দিয়ে গর্ত করেও জল বের করবেই
আকণ্ঠ জল না-গিলে সেটি এখন থামবে কি?
দেখছো, সে ঘাড় নাড়ছে ধীরে খেতে বলায়
ভাবছে না করবে কী? যদি বাঁধে তার গলায়!
ঘাড় ঘুরিয়ে তাকাতে চাইছে না
লাগাম ধরে টানলেও থামছে না
সেটি বুঁদ হয়ে আছে আকণ্ঠ গিলবার নেশায়।